***************করিমগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান কারাগারে**********************
গত ৪ঠা জুন করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের নির্বাচনে ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে করিমগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার আদালতে পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেহুন্দা ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০টার দিকে ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কক্ষে আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান সঞ্জুর অবস্থানকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামের নেতৃত্বে তার সমর্থকেরা ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সহিংসতার কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় দেহুন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল ঘোষিত হয়নি। এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামসহ ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেন। রোববার রাতে করিমগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামকে আটক করে। করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী জানান, এই মামলায় বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।