Tuesday, June 14, 2016

করিমগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান কারাগারে

***************করিমগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান কারাগারে**********************
গত ৪ঠা জুন করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের নির্বাচনে ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে করিমগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার আদালতে পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেহুন্দা ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০টার দিকে ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কক্ষে আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান সঞ্জুর অবস্থানকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামের নেতৃত্বে তার সমর্থকেরা ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সহিংসতার কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় দেহুন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল ঘোষিত হয়নি। এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামসহ ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেন। রোববার রাতে করিমগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি প্রার্থী মো. তাজুল ইসলামকে আটক করে। করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী জানান, এই মামলায় বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sunday, June 5, 2016

কিশোরগঞ্জের ৪২টি ইউপি নির্বাচনে ১৮টিতে স্বতন্ত্র, ১৫ টিতে আওয়ামী লীগ, ৬টিতে বিএনপির প্রার্থীরা জয়ী

কিশোরগঞ্জের ৪২টি ইউপি নির্বাচনে ১৮টিতে স্বতন্ত্র, ১৫ টিতে আওয়ামী লীগ, ৬টিতে বিএনপির প্রার্থীরা জয়ী

কিশোরগঞ্জের পাঁচটি উপজেলার ৪২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৪১টির ফলাফল পাওয়া গেছে। এতে ১৮টিতে স্বতন্ত্র প্রার্থী, ১৫ টিতে আওয়ামী লীগ, ছয়টিতে বিএনপি ও দুটিতে জাতীয় পার্টির প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফলে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে চারটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র, পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নের চারটি আওয়ামী লীগ, বিএনপি একটি ও স্বতন্ত্র প্রার্থী চারটিতে এবং ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।
এছাড়া হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে স্বতন্ত্র ও দুটিতে আওয়ামী লীগ এবং করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ঘোষিত ১০টি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, ছয়টিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টি জয়লাভ করেছে। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের একটি কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ বন্ধ থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।
তাড়াইল উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন তালজাঙ্গা ইউনিয়নে মো. সেলিম খান, জাওয়ার ইউনিয়নে মোহাম্মদ জিয়াউর রহমান, দিগদাইড় ইউনিয়নে মো. গোলাপ হোসেন ভূঞা ও সাচাইল ইউনিয়নে মো, কামরুজ্জামান মহাজন। এছাড়া বিএনপি থেকে রাউতি ইউনিয়নে নূর শরীফ উদ্দিন আলম জুয়েল, জাতীয় পার্টি থেকে ধলা ইউনিয়নে মো. আসাদুজ্জামান মবিন এবং স্বতন্ত্র থেকে দামিহা ইউনিয়ন মো. হুমায়ুন কবীর ভূঞা জয় লাভ করেছেন।
পাকুন্দিয়া উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন জাঙ্গালিয়া ইউনিয়নে সরকার শামীম আহাম্মদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে মো. সাহাবুদ্দিন, নারান্দি ইউনিয়নে মো. শফিকুল ইসলাম ও সুখিয়া ইউনিয়নে মো. আব্দুল হামিদ টিটু।
এ ছাড়া স্বতন্ত্র থেকে এগারসিন্দুর ইউনিয়নে মো. মতিউর রহমান সরকার, বুরুদিয়া ইউনিয়নে মোহাম্মদ নাজমুল হুদা, হোসেন্দী ইউনিয়নে মুজিবুর রহমান আকন্দ ও চন্ডীপাশা ইউনিয়নে মো. শামছু উদ্দিন এবং চরফরাদী ইউনিয়ন থেকে বিএনপির মো. কামাল উদ্দিন জয়লাভ করেছেন।
হোসেনপুর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সাহেদল ইউনিয়নে শাহ মাহবুবুল হক ও জিনারী ইউনিয়নে মো. আবদুস ছালাম। এছাড়া স্বতন্ত্র থেকে সিদলা ইউনিয়নে মো. সিরাজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, পুমদী ইউনিয়নে মো. মাহবুবুল হাসান ও আড়াইবাড়িয়া ইউনিয়নে মো. খুরশিদ উদ্দিন জয়ী হয়েছেন।
করিমগঞ্জ উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন  কিরাটন ইউনিয়ন মোহাম্মদ ইবাদুর রহমান শামীম ও নেয়ামতপুর ইউনিয়নে মখদুম কবীর তন্ময়।
এ ছাড়া স্বতন্ত্র থেকে বারঘরিয়া ইউনিয়নে আয়ুব উদ্দিন, গুজাদিয়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, জাফরাবাদ ইউনিয়নে সাইফ উদ্দিন ফকির, জয়কা ইউনিয়নে মো. আশরাফ উদ্দিন, কাদির জঙ্গল ইউনিয়নে মো. ফজলুর রহমান, সুতারপাড়া ইউনিয়নে মো. হারুন অর রশীদ ও নোয়াবাদ ইউনিয়ন থেকে জাতীয় পার্টির মো. রুহুল আমিন কাজী এবং গুনধর ইউনিয়ন থেকে বিএনপির মোঃ নাজমুল সাকিব জয়লাভ করেছেন।
ইটনা উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন বাদলা ইউনিয়নে মো. গণি ভূঞা, রায়টুটী ইউনিয়নে ফয়ছুল কবির মনোয়ার হোসেন মিল্কী ও বড়িবাড়ী ইউনিয়নে মো. নাজমুল আলম ধন মিয়া।
এ ছাড়া বিএনপি থেকে চৌগাঙ্গা ইউনিয়নে আবদুল আলী, ইটনা সদর ইউনিয়নে মো. নূরুল ইসলাম ও জয়সিদ্ধি ইউনিয়নে মো. মনির উদ্দিন,  স্বতন্ত্র থেকে এলংজুরী ইউনিয়নে মো. গোলাপ মিয়া, ধনপুর ইউনিয়নে হরনাথ দাস ও মৃগা ইউনিয়ন মো. কামরুল হাসান নর্বাচিত হয়েছেন।

শয়তানও হার মানবে এই মহিলার কাছে । তাই সবাই সাবধান ।

এবার দেখা গেছে মানব জাতির প্রকাশ্য শত্রু শয়তানের ! তাও মাত্র কিছু দিন আগে। এরা নারী জাতির কলঙ্ক ! মনুষ্যত্বের চরম অবক্ষয়!! এরা কি মানুষ??
বাসার কাজের মেয়ে হতে সাবধান ...!! (সচেতনতা মূলক ভিডিও). বাসায় অনেক সময় কাজের মেয়ে রাখি আমরা তার কোনও পূর্ব ইতিহাস না জেনেই। দেখেন এরা কতোটা ভয়ংকর হতে পারে আমাদের অগোচরে। তাই এদের থেকে সাবধান থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সাবধান হতে সচেতন করুন।

Sunday, January 31, 2016

প্রেমিকের মৃত্যুতে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের মৃত্যুতে প্রেমিকার আত্মহত্যা 

তূর্য ও কেয়া। পাশাপাশি বাড়ি। পড়ত একই স্কুলের দশম শ্রেণিতে। সবসময় এক সঙ্গেই স্কুলে যাওয়া, প্রাইভেট পড়া ও খেলাধুলার সুবাদে ওদের বন্ধুত্বও গড়িয়েছিল প্রেমে। মৃত্যুকেও যেন তারা বেছে নিল এক সঙ্গেই। সড়ক দুর্ঘটনায় তূর্যের মৃত্যুর খবরে শোক সইতে না পেরে আত্মহননেই প্রাণ দিল কিশোরী কেয়া। শুক্রবার রাজশাহী মহানগরীতে এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার মধ্যেই দুটি ছেলেমেয়ের এমন মৃত্যুতে দুটি পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত মোনায়েম হোসেন তূর্য নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহের হোসেন সুজার ছেলে ও স্থানীয় ডাঁসমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।অন্যদিকে, আত্মহত্যাকারী তামান্না আক্তার কেয়া স্থানীয় মানিক মিয়ার মেয়ে।
প্রতিবেশীরা জানান, শুক্রবার দুপুরে বিনোদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইটবাহী ট্রাক তূর্যকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে ঘণ্টা খানেক পরে মারা যায় তূর্য। তার লাশ বাড়িতে আনার খবর পেয়ে কিশোরী কেয়া সবার অগোচরে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বাড়ির সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়ার দৃশ্য ছাদ থেকে দেখে ফেলে কেয়া। সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’

Thursday, January 28, 2016

কিশোরগঞ্জের গর্ব মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

১লা জানুয়ারি, ১৯৪৪
মিঠামইন থানার কামালপুর গ্রামে জন্মগ্রহণ
করেন ভাটি রাজ্যের বরপুত্র আমাদের
অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিকলী জিঃ মিঃ উচ্চ বিদ্যালয় থেকে
মেট্রিকুলেশন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি
কলেজ থেকে এইচ এস সি ও বি এ পাশ করবার
পর নির্বাচিত হন ঐতিহ্যবাহী গুরুদয়াল
কলেজের ভিপি হিসেবে। এরপর
কিশোরগঞ্জ বার এসোসিয়েশন 

এর সভাপতি
হিসেবেও দায়িত্ব পালন করেন বেশ কয়েক
বছর

১৯৯৬
দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের
ডেপুটি স্পীকার হিসেবে।

২০০১
দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের
বিরোধী দলীয় উপনেতা হিসেবে

২০০৯
২৫ জানুয়ারি নিযুক্ত হন জাতীয় সংসদের
স্পীকাররুপে

২০১৩
বাংলাদেশ সরকারের ২০ তম রাষ্ট্রপতি
হিসেবে দায়িত্বগ্রহণ ও বর্তমানে একজন
সফল এবং কালজয়ী রাষ্ট্রপতি হিসেবে
দায়িত্বপালন করে যাচ্ছেন আমাদের ভাটির
বরপুত্র।

ব্যাক্তিগত জীবনে তিনি সংসারধর্ম পালন
করছেন স্ত্রী রশীদা হামিদের সঙ্গে। রশীদা
হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা
আওয়ামীলীগ এর সফল নেত্রী হিসেবে
দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবত।
মিঠামইন-অষ্টগ্রামের মাননীয় এমপি
রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ
ক্রিকেট একাডেমী এর প্রতিষ্ঠাতা রাসেল
আহম্মদ তুহিন সহ তিন পুত্রের জনক আমাদের
প্রাণপ্রিয় রাষ্ট্রপতি ।
আমি বিশ্বাস করি একটি দেশ তখন ই এগিয়ে
যায় যখন সেদেশের আঞ্চলিক উন্নয়নের পথ
সুগম হয়। আর সে লক্ষ্যেই কাজ

Wednesday, January 27, 2016

♥ ♥♥ ♥ কিশোরগঞ্জে পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা ♥ ♥ ♥

কিশোরগঞ্জে পরকীয়ার জের ধরে আবু সাঈদ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছেনিহত আবু সাঈদ সদরের বিন্নাটি ইউনিয়নের আতকাপাড়া গ্রামের আতাব আলীর পুত্র। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে ঘাতক খোকন মিয়া, তার স্ত্রী নূরুন্নাহার বেগম ও সহযোগী হারুন মিয়াকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু সাঈদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী খোকনের স্ত্রী নূরুন্নাহারের পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। বিষয়টি খোকন জানতে পেরে আবু সাঈদকে বেশ কয়েকবার সতর্ক করে। এরপরও তাদের পরকীয়া