Sunday, June 5, 2016

কিশোরগঞ্জের ৪২টি ইউপি নির্বাচনে ১৮টিতে স্বতন্ত্র, ১৫ টিতে আওয়ামী লীগ, ৬টিতে বিএনপির প্রার্থীরা জয়ী

কিশোরগঞ্জের ৪২টি ইউপি নির্বাচনে ১৮টিতে স্বতন্ত্র, ১৫ টিতে আওয়ামী লীগ, ৬টিতে বিএনপির প্রার্থীরা জয়ী

কিশোরগঞ্জের পাঁচটি উপজেলার ৪২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৪১টির ফলাফল পাওয়া গেছে। এতে ১৮টিতে স্বতন্ত্র প্রার্থী, ১৫ টিতে আওয়ামী লীগ, ছয়টিতে বিএনপি ও দুটিতে জাতীয় পার্টির প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফলে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে চারটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র, পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নের চারটি আওয়ামী লীগ, বিএনপি একটি ও স্বতন্ত্র প্রার্থী চারটিতে এবং ইটনা উপজেলার নয়টি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।
এছাড়া হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে স্বতন্ত্র ও দুটিতে আওয়ামী লীগ এবং করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ঘোষিত ১০টি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, ছয়টিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টি জয়লাভ করেছে। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের একটি কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ বন্ধ থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।
তাড়াইল উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন তালজাঙ্গা ইউনিয়নে মো. সেলিম খান, জাওয়ার ইউনিয়নে মোহাম্মদ জিয়াউর রহমান, দিগদাইড় ইউনিয়নে মো. গোলাপ হোসেন ভূঞা ও সাচাইল ইউনিয়নে মো, কামরুজ্জামান মহাজন। এছাড়া বিএনপি থেকে রাউতি ইউনিয়নে নূর শরীফ উদ্দিন আলম জুয়েল, জাতীয় পার্টি থেকে ধলা ইউনিয়নে মো. আসাদুজ্জামান মবিন এবং স্বতন্ত্র থেকে দামিহা ইউনিয়ন মো. হুমায়ুন কবীর ভূঞা জয় লাভ করেছেন।
পাকুন্দিয়া উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন জাঙ্গালিয়া ইউনিয়নে সরকার শামীম আহাম্মদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে মো. সাহাবুদ্দিন, নারান্দি ইউনিয়নে মো. শফিকুল ইসলাম ও সুখিয়া ইউনিয়নে মো. আব্দুল হামিদ টিটু।
এ ছাড়া স্বতন্ত্র থেকে এগারসিন্দুর ইউনিয়নে মো. মতিউর রহমান সরকার, বুরুদিয়া ইউনিয়নে মোহাম্মদ নাজমুল হুদা, হোসেন্দী ইউনিয়নে মুজিবুর রহমান আকন্দ ও চন্ডীপাশা ইউনিয়নে মো. শামছু উদ্দিন এবং চরফরাদী ইউনিয়ন থেকে বিএনপির মো. কামাল উদ্দিন জয়লাভ করেছেন।
হোসেনপুর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সাহেদল ইউনিয়নে শাহ মাহবুবুল হক ও জিনারী ইউনিয়নে মো. আবদুস ছালাম। এছাড়া স্বতন্ত্র থেকে সিদলা ইউনিয়নে মো. সিরাজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, পুমদী ইউনিয়নে মো. মাহবুবুল হাসান ও আড়াইবাড়িয়া ইউনিয়নে মো. খুরশিদ উদ্দিন জয়ী হয়েছেন।
করিমগঞ্জ উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন  কিরাটন ইউনিয়ন মোহাম্মদ ইবাদুর রহমান শামীম ও নেয়ামতপুর ইউনিয়নে মখদুম কবীর তন্ময়।
এ ছাড়া স্বতন্ত্র থেকে বারঘরিয়া ইউনিয়নে আয়ুব উদ্দিন, গুজাদিয়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, জাফরাবাদ ইউনিয়নে সাইফ উদ্দিন ফকির, জয়কা ইউনিয়নে মো. আশরাফ উদ্দিন, কাদির জঙ্গল ইউনিয়নে মো. ফজলুর রহমান, সুতারপাড়া ইউনিয়নে মো. হারুন অর রশীদ ও নোয়াবাদ ইউনিয়ন থেকে জাতীয় পার্টির মো. রুহুল আমিন কাজী এবং গুনধর ইউনিয়ন থেকে বিএনপির মোঃ নাজমুল সাকিব জয়লাভ করেছেন।
ইটনা উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন বাদলা ইউনিয়নে মো. গণি ভূঞা, রায়টুটী ইউনিয়নে ফয়ছুল কবির মনোয়ার হোসেন মিল্কী ও বড়িবাড়ী ইউনিয়নে মো. নাজমুল আলম ধন মিয়া।
এ ছাড়া বিএনপি থেকে চৌগাঙ্গা ইউনিয়নে আবদুল আলী, ইটনা সদর ইউনিয়নে মো. নূরুল ইসলাম ও জয়সিদ্ধি ইউনিয়নে মো. মনির উদ্দিন,  স্বতন্ত্র থেকে এলংজুরী ইউনিয়নে মো. গোলাপ মিয়া, ধনপুর ইউনিয়নে হরনাথ দাস ও মৃগা ইউনিয়ন মো. কামরুল হাসান নর্বাচিত হয়েছেন।

1 comment:

  1. Where to Bet on Sports To Bet On Sports In Illinois
    The best sports bet gri-go.com types and bonuses available in Illinois. The most common sports https://sol.edu.kg/ betting ford fusion titanium options available. Bet 도레미시디 출장샵 $20, 토토 사이트 모음 Win $150, Win $100 or

    ReplyDelete