Thursday, January 28, 2016

কিশোরগঞ্জের গর্ব মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

১লা জানুয়ারি, ১৯৪৪
মিঠামইন থানার কামালপুর গ্রামে জন্মগ্রহণ
করেন ভাটি রাজ্যের বরপুত্র আমাদের
অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিকলী জিঃ মিঃ উচ্চ বিদ্যালয় থেকে
মেট্রিকুলেশন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি
কলেজ থেকে এইচ এস সি ও বি এ পাশ করবার
পর নির্বাচিত হন ঐতিহ্যবাহী গুরুদয়াল
কলেজের ভিপি হিসেবে। এরপর
কিশোরগঞ্জ বার এসোসিয়েশন 

এর সভাপতি
হিসেবেও দায়িত্ব পালন করেন বেশ কয়েক
বছর

১৯৯৬
দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের
ডেপুটি স্পীকার হিসেবে।

২০০১
দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের
বিরোধী দলীয় উপনেতা হিসেবে

২০০৯
২৫ জানুয়ারি নিযুক্ত হন জাতীয় সংসদের
স্পীকাররুপে

২০১৩
বাংলাদেশ সরকারের ২০ তম রাষ্ট্রপতি
হিসেবে দায়িত্বগ্রহণ ও বর্তমানে একজন
সফল এবং কালজয়ী রাষ্ট্রপতি হিসেবে
দায়িত্বপালন করে যাচ্ছেন আমাদের ভাটির
বরপুত্র।

ব্যাক্তিগত জীবনে তিনি সংসারধর্ম পালন
করছেন স্ত্রী রশীদা হামিদের সঙ্গে। রশীদা
হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা
আওয়ামীলীগ এর সফল নেত্রী হিসেবে
দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবত।
মিঠামইন-অষ্টগ্রামের মাননীয় এমপি
রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ
ক্রিকেট একাডেমী এর প্রতিষ্ঠাতা রাসেল
আহম্মদ তুহিন সহ তিন পুত্রের জনক আমাদের
প্রাণপ্রিয় রাষ্ট্রপতি ।
আমি বিশ্বাস করি একটি দেশ তখন ই এগিয়ে
যায় যখন সেদেশের আঞ্চলিক উন্নয়নের পথ
সুগম হয়। আর সে লক্ষ্যেই কাজ

করে যাচ্ছেন
আমাদের এই ভাটির শার্দুল। অনেক অনেক
দোয়া ও ভালোবাসা রইলো তার জন্য।
শেষ করবার আগে শুধু একটা কথাই বলতে চাই-
হাজার বছর বেঁচে থাকুন আমাদের অভিভাবক
মহামান্য রাষ্ট্রপতি ;
বেঁচে থাকুন ভাটির শার্দূল এডভোকেট আব্দুল
হামিদ ।

No comments:

Post a Comment